কলকাতা: মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর খাবার চুরি করে বিক্রির ঘটনা।ভিডিও ফুটেজে এর সত্যতা মিললো ৷ পাঁচ সদস্যের তদন্ত কমিটি তৈরি হল ।তদন্তে প্রাথমিকভাবে টাকা নিয়ে খাবার বিক্রি করা কর্মীকে চিহ্নিত করা হয় ৷ তারপর সকালেই তাঁকে সাসপেন্ড করা হয়।
বিভিন্ন ওয়ার্ডে এইভাবে খাবার বিক্রির তথ্য মিলেছে তদন্ত কমিটির কাছে। ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে অভিযোগ দায়ের করেছেন । বউবাজার থানায় অভিযোগ করা হয়েছে অভিযুক্ত কর্মীদের বিরুদ্ধে। RIO এর অধিকর্তা অসীম ঘোষের নেতৃত্বে সেখানকার নার্সিং সুপার, কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের ডেপুটি সুপার, কিচেন আধিকারিক, আর এক হাসপাতাল কর্তাকে নিয়ে পাঁচ সদস্যের তদন্ত কমিটি হয়েছে। হাসপাতাল সুপার ইন্দ্রনীল বিশ্বাস বলেন , “আমরা তদন্ত কমিটি তৈরি করে দিয়েছি। তদন্তে খাবার চুরি করে বিক্রি করার প্রাথমিক প্রমাণ মিলেছে। ভিডিও ফুটেজের সত্যতা যাচাই করেছি। যে কর্মীকে দেখা গেছে তাকে সাসপেন্ড করা হয়েছে। গোটা বিষয়ে করা পদক্ষেপ করা হচ্ছে।”