কলকাতা: শাকসবজির দামে আগুন। বাজারে গিয়ে পকেটে টান মধ্যবিত্তের। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে পিয়াজের দাম। মানিকতলা বাজারে পেঁয়াজ ৮০ টাকা কেজি। কেজি প্রতি ২২ টাকায় বিক্রি হচ্ছে জ্যোতি আলু। চন্দ্রমুখী আলু কেজি প্রতি ২৫ টাকা।
৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পালং শাক। দাম বেড়েছে ধনেপাতা,ঢ্যাঁড়শ, উচ্ছের। পিস প্রতি ৩৫ টাকায় বিক্রি ফুলকপি। বুলবুল-এর তাণ্ডবে ব্যাপক ক্ষতি সবজি চাষে। চাষের জমিতে জল জমে সবজি নষ্টের আশঙ্কা। শাকসবজির দাম আরও বাড়ার আশঙ্কা ।
শাকসবজির দাম আরও বাড়ার আশঙ্কা ৷ ঝড়-বৃষ্টিতে ব্যাপক ক্ষতি ধান চাষেও ৷ মাঠের ধান মাঠেই নষ্টের আশঙ্কা কৃষকদের ৷