ভারতে লঞ্চ হল Oppo R15 Pro। R15 Pro ফোনের প্রধান আকর্ষন 19:9 ডিসপ্লে আর ডুয়াল ক্যামেরায় Sony IMX519 সেন্সার।ডুয়াল সিম Oppo R15 Pro তে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব ColorOS 5.0 স্কিন।R15 Pro তে থাকছে একটি 6.28 ইঞ্চি FHD+ OLED ডিসপ্লে। R15 Pro ফোনের পিছনে থাকছে 10MP+16MP ডুয়াল ক্যামেরা সেট আপ। প্রাইমারি ক্যামেরায় Sony IMX519 সেন্সার থাকছে।ফোনের সামনে থাকছে একটি 16MP f/2.0 ক্যামেরা।কানেক্টিভিটির জন্য Oppo R15 Pro তে থাকছে 4G LTE, Wi-Fi, Bluetooth v5.0, GPS/ A-GPS, NFC, USB আর 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকছে একটি 3,430 mAh ব্যাটারি। কোম্পানির সুপার ফাস্ট VOOC চার্জিং সাপোর্ট থাকছে এই ফোনে।6GB RAM আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টে Oppo R15 Pro এর দাম 25,990 টাকা। শুধুমাত্র Amazon.in থেকে পাওয়া যাবে R15 Pro। দুটি আলাদা রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন।

samachar photo