নয়াদিল্লি: ২৯ মার্চ থেকে ৩১ মার্চ ক্যালেন্ডারে ছুটি থাকলেও ওই সময় খোলা থাকবে আয়কর দফতর। চলতি আর্থিক বছরের শেষ তিনদিন আয়করদাতাদের রিটার্ন ফাইল করতে যাতে কোনও অসুবিধের সম্মুখীন না হতে হয়, তার জন্য এই নির্দেশ দেওয়া হয়েছে।
২০১৬-১৭ ও ২০১৭-১৮ অর্থবর্ষের জন্য বিলম্বিত আয়কর রিটার্ন জমা দেওয়া এবং ২০১৬-১৭ অর্থবর্ষের জন্য পুনর্মূল্যায়িত রিটার্ন দাখিল করার শেষ তারিখ হল আগামী ৩১ মার্চ।
এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে জানানো হয়েছে, আয়কর রিটার্ন জমার সুবিধার্থে এবং আনুষাঙ্গিক কাজ শেষ করতে দেশের সবকটি আয়কর অফিস আগামী ২৯ থেকে ৩১ মার্চ খোলা থাকবে। পাশাপাশি খোলা থাকবে আয়কর সেবা কেন্দ্রগুলিও।
প্রসঙ্গত, আগামী ২৯ তারিখ মহাবীর জয়ন্তী। ৩০ তারিখ গুড ফ্রাইডে। এই দুদিন সরকারি ছুটি। ৩১ তারিখ শনিবার। এর মধ্যে ২৯ ও ৩০ তারিখ বন্ধ থাকবে ব্যাঙ্ক।