মুম্বই: স্টার ওয়ানের জনপ্রিয় সিরিয়াল ‘দিল মিল গয়্যা’র জিগনেশ চলে গেলেন। অনস্ক্রিনের জিগনেশ, অর্থাত অভিনেতা করন প্রানজাপেকে নিথর অবস্থায় তাঁর বাড়িতেই দেখতে পান অভিনেতার মা। গত ২৫ মার্চ মৃত্যু হয়েছে করণের।২৬ বছরের তরুণ অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ টেলি দুনিয়া। সহঅভিনেতারা সোশ্যাল মিডিয়ায় দুঃখপ্রকাশ করেছেন। তাঁর মৃত্যুর আসল কারণ কী এখনও জানা যায়নি। তদন্ত শুরু করেছে পুলিশ।

Samachar Photo