চেন্নাই: আজ ১০০ তম উপগ্রহ উৎক্ষেপণ করল ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো ৷ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে কারতোস্যাট-২ সিরিজের উপগ্রহ সকাল ৯.২৮ মিনিটে উৎক্ষেপণ করা হয় ৷ মহাকাশে নিয়ে যাওয়া হচ্ছে সব মিলিয়ে ৩১টি উপগ্রহ যার মোট ওজন ১৩২৩ কেজি ৷
৩১টির মধ্যে ভারতের উপগ্রহের সংখ্যা ৩, ২৮টি অন্যান্য দেশের ৷ এর মধ্যে রয়েছে ফিনল্যান্ড, কানাডা, মার্কিন যুক্ররাষ্ট্র, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত রাষ্ট্র। মহাকাশে নজরদারি চালানোর জন্য ভারত পাঠাবে কার্টোস্যাট-২ সিরিজের স্যাটেলাইট। ইসরো-র অফিশিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে যে শুক্রবার ৯.২৮ মিনিটে উৎক্ষেপণ করা হয়েছে ৷
সব ক’টি উপগ্রহ উৎক্ষেপণের কাজটি হতে সময় লাগবে প্রায় দু’ ঘণ্টা ২১ সেকেন্ড। অ্যান্ট্রিক্স কো-অপারেশন লিমিটেড ও ইসরো মিলিত ভাবে উৎক্ষেপণের ব্যাপারে ব্যবস্থা করেছে ৷
প্রধানমন্ত্রীর অফিসের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংহ জানিয়েছেন, এটি একটি ঐতিহাসিক দিন ভারতের জন্য ৷