আজ ১ ডিসেম্বর ৷ এই দিনটিকে বিশ্ব এইডস দিবস হিসাবে মান্যতা দেওয়া হয়েছে ৷ মারণ রোগ এইডস নিয়ে বহু বছর ধরেই বেশ কিছু ভ্রান্ত ধারণা রয়েছে আমাদের মধ্যে ৷ এইডস নিয়ে নানা ভুল ধারণার বশবর্তী হওয়ার কারণে সমাজে আজও এইডস রোগীকে অন্য চোখে দেখা হয় ৷ কখনও তাঁকে সমাজচ্যুত করা হয় , কখনও বা একঘরে ৷বহু সরকারি প্রচার, সচেতনার পাঠ পড়িয়েও আমরা আজও রয়েছি সেই তিমিরেই ৷ এইডস সম্বন্ধে এমনই বেশ কিছু চলতি, কিন্তু ভ্রান্ত ধারণাকে ভেঙে ফেলুন আজই ৷ রক্ত, বীর্য, ভ্যাজাইনাল প্লুইড, প্রি-সেমিনাল ফ্লুইড, রেক্টাল ফ্লুইড এবং বুকের দুধের মাধ্যমে এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে ৷ তাই অসুরক্ষিত যৌন সংসর্গ এবং সংক্রমিত সিরিঞ্জ থেকে ছড়িয়ে পড়তে পারে এই অসুখ ৷ কিন্তু জেনে রাখা ভাল, লালার আদান-প্রদানে HIV ভাইরাস ছড়ায় না ৷ শুধু তাই নয়, লালার মতোই ঘাম, চোখের জলও সম্পূর্ণ নিরাপদ ৷ সুতরাং একই বাথরুম ব্যবহার, স্পর্শ, চুমুতে এই রোগ ছড়ায় না ৷ এমনকি মশা, মাছি, ছাড়পোকার মতো পতঙ্গের মাধ্যমেও HIV ভাইরাস সংক্রমিত হয় না ৷আসলে একটা কথা পরিষ্কার ভাবে জেনে রাখা উচিত, রক্তের সঙ্গে সংযোগ না ঘটলে এই ভাইরাস সংক্রমিত হয় না ৷

Samachar Photo